আশুগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক-১

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ শাহানুর সরকারকে (৩১) আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
আজ শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ।
জব্দ অস্ত্রের মধ্যে ৫টি রামদা, ৫টি চাকু, ৩টি চাইনিজ কুড়াল, হাতুড়ি, সাবল, নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ওই যুবক চর চারতলা গ্রামের মোস্তফা সরকারের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে শাহানুর সরকার চর চারতলা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী। এলাকায় তার নেতৃত্বে চুরি ছিনতাই হয়ে থাকে। তার হেফাজতে বিপুল দেশীয় অস্ত্র রয়েছে। এমন খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল চর চারতলা গ্রামে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহকারে শাহানুরকে আটক করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.