আশাশুনিতে গণনার আগেই রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর নিলেন প্রিসাইডিং কর্মকর্তা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ বুধবার (০৫ জানুয়ারি) সকালে এক কেন্দ্রে ভোট গণনার এজেন্ট ফরমে অগ্রিম স্বাক্ষর করিয়ে নেওযার অভিযোগ উঠেছে। সদর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর বড় দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহজাহান হোসেন ভোট শুরু আগেই এজেন্টদের থেকে স্বাক্ষর নিয়ে নেন।
অভিযুক্ত মো. শাহাজাহান হোসেন বিটিসি নিউজকে বলেন, আমার ভুল হয়েছে। সে জন্য এজেন্ট ফরমের নিচ থেকে কেটে ফেলেছি।
কোথায় আবার এজেন্ট ফরম পাবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা ফটোকপি করবো। তবে অগ্রিম স্বাক্ষর করিয়ে নেওয়ার বিষয়ে তার উর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, উর্ধ্বতনরা এ বিষয়ে জানেন না।
আশাশুনি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান বিটিসি নিউজকে বলেন, বিষয়টি অনেক সময় সবার সর্বসম্মতিক্রমে করা যায়। তবে প্রিসাইডিং কর্মকর্তা কোনও পক্ষ নিয়ে কাজ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন করার সুযোগ নেই। আমি বিষয়টি দেখছি।
এদিকে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে সংবাদ পাওয়া মাত্র ভোট কেন্দ্রটির দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা ওই কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি প্রিসাইডিং কর্মকর্তাকে তার কৃতকর্মের জন্য সতর্ক করেন এবং স্বাক্ষর করা ফলাফল শিট ধ্বংস করে দেন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল করীমকে অবহিত করলে তিনি বিটিসি নিউজকে বলেন, বিষয়টি আমি দেখছি।
প্রসঙ্গত, সাতক্ষীরার তিন উপজেলার ১৬টি ইউনিয়নের ১৫৩টি কেন্দ্রের ৮৮৬টি কক্ষে তিন লাখ ২৮ হাজার ৩১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবারের পঞ্চম ধাপের নির্বাচনে ৭৫ জন চেয়ারম্যান, ৬৩৯ সদস্যপ্রার্থী এবং ২০৪ জন সংরক্ষিত নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. মুকবুল হোসেন (মুকুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.