আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের ‘তাণ্ডব’, গ্রেপ্তার-৪০০

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমের গুরুত্বপূর্ণ কেন্দ্র আল-আকসা মসজিদে সংঘর্ষের পর ইসরায়েলি পুলিশ আজ ভোরে অনন্ত ৪০০ জন লোককে গ্রেপ্তার করেছে। বুধবার পুলিশের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, তারা অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদের ভিতরে অবস্থান করা অন্তত ৪০০জন ব্যক্তিকে গ্রেপ্তার করে সেখান থেকে সরিয়ে নিয়েছে। এসব লোক সেখানে ব্যারিকেড সৃষ্টি করে সহিংসতায় জড়িয়ে পড়েছিল।

Untitled-3

তারা আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ‘মুখোশধারী ব্যক্তি, পাথর ও আতশবাজি নিক্ষেপকারী এবং মসজিদের পবিত্রতা নষ্ট করার সন্দেহভাজন ব্যক্তি’ অন্তর্ভূক্ত রয়েছে।
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা ‘কয়েক ডজন’ মুসল্লির আহত হওয়ার কথা জানিয়েছে। আর রাবার বুলেটের আঘাতে সাতজন ফিলিস্তিনির আহত হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের রেডক্রিসেন্ট। মুসলমানদের এখন রোজা চলছে। এরইমধ্যে বুধবার সন্ধ্যা থেকে ইহুদিদের ‘পাসওভার’ শুরু হচ্ছে। যা চলবে আটদিন। (সূত্র: এএফপি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.