আল-আকসার পরিচালককে ধরে নিয়ে গেল ইসরায়েল

বিটিসি আন্তর্জাতিক ডেস্কঅধিকৃত পূর্ব জেরুজালেমে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিশানিকে আজ সোমবার আটক করেছে ইসরায়েলের পুলিশ।
প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী পূর্ব জেরুজালেমের পার্শ্ববর্তী আল-তুরে আল-কিশানির বাড়িতে অভিযান চালায়। এরপর আটক করে তাকে কারাগারে নিয়ে গেছে।
প্রতক্ষ্যদর্শীরা আরও জানান, অভিযানের সময় ইসরায়েলি বাহিনী একটি কম্পিউটার ও কিছু সংখ্যক নথি জব্দ করেছে।
শনিবার ইসরায়েলের প্রচারমাধ্যম কেএএন বলেছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ইহুদিদের ছুটির প্রস্তুতি উপলক্ষ্যে আল-আকসা মসজিদ থেকে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে নির্বাসনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও বেশ কয়েকবার আল-কিশানিকে আটক করেছে ইসরায়েলের বাহিনী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.