নিজস্ব প্রতিবেদক: মানুষের অপকর্মের ফল আল্লাহ-তায়ালা ইহজগতেই দিয়ে থাকেন। যারা এই সকল লোকদের আহত করেছে তাদেরও ফ্যাসিস্ট খুনি হাসিনার ন্যায় বিচার হবে। খুনি হাসিনা ক্ষমতায় আসার পরে বিএনপির বিশ হাজার মানুষকে হত্যা এবং এক হাজার সাতশত জনকে গুম করেছে। ষাট লক্ষ নেতাকর্মীর নামে পাঁচ লক্ষ মিথ্যা ও গায়েবী মামলা দিয়েছে।
স্বৈরাচার হাসিনা দেশে ত্রাসের রাজত্ব করেছিলো বলে বৃহস্পতিবার মোহনপুর উপজেলা জাহানাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিষহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।
তিনি বলেন, আন্দোলন দমনে হুকুম দিয়ে প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে গুলি করে হত্য করেছে। এর মধ্যে কোলের শিশুরাও রয়েছে। সেইসাথে হাজার হাজার ছাত্র-জনতাকে আহত করেছে। এর জন্য আন্তর্জাতিক আদালতে তারও বিচার হয়েছে। শেখ হাসিনাসহ তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। আল্লাহ ছাড় দেয় , কিন্তু কাউকে ছেড়ে দেননা বলে উল্লেখ করেন তিনি।
মিলন বলেন, তিনি পবা- মোহনপুরবাসীর ভাই হিসেবে সুখে দু:খে পাশে থাকতে চান। পবা-মোহনপুরবাসীর হয়ে তিনি তাঁর জীবন উৎসর্গ করারো প্রতিশ্রতি দেন। এই কথার প্রেক্ষিতে জাহানাবাদেরর সকল জনগণ তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ধানের শীষ শুধু বেগম খালেদা জিয়ার ও তারেক জিয়ার নয়। ধানের শীষ হচ্ছে বাংলাদেশের সকলের প্রতিক। এই প্রতিক সকলের আমানত। এজন্য এটাকে রক্ষা করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, নির্বাচিত হলে পবা-মোহনপুরের যতগুলো ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা আছে সবগুলো মডেল হিসেবে গড়ে তোলা হবে। বিএনপির কিছু ভূলত্রুটি থাকতে পারে। এগুলো ক্ষমা করে দিয়ে আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ রক্ষা এবং উন্নয়নের অংশিদার হওয়ার আহ্বান জানান তিনি।
জাহানাবাদ ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসাহাক শেখ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল হোসেন সাহল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম (মুন), সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক-১ বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক-২ শাহিন আক্তার শামসুজ্জোহা, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান শাহ্, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম। এছাড়াও মোহনপুর উপজেলা ও অত্র ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। #

















