BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আল্পসে তুষারধসে ৮ জনের মৃত্যু

আল্পসে তুষারধসে ৮ জনের মৃত্যু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভারি তুষারধসের পৃথক ঘটনায় আটজন স্কিয়ারের মৃত্যু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) মুরটাল জেলায় সাতজন চেক স্কি ট্যুরারের দলের তিনজন তুষারধসে বরফের নিচে চাপা পড়েন। খবর দ্য গার্ডিয়ানের।

এর আগে, শনিবার (১৭ জানুয়ারি) সালজবুর্গের কাছের পঙ্গাউ এলাকায় তুষারধসে সাতজন অফ-পিস্ট স্কিয়ারের একটি দলের চারজন নিহত হওয়াসহ একই এলাকায় আরও একটি তুষারধসে একজন স্কিয়ার মারা যান।

ভারি তুষারপাতের পর গত সপ্তাহ থেকেই আল্পসজুড়ে একের পর এক তুষারধসের ঘটনা ঘটছে।

পুলিশ জানায়, মুরটালায় সাতজন চেক স্কি ট্যুরারের একটি দল তুষারধসের কবলে পড়ে। এতে তিনজন পুরোপুরি বরফের নিচে চাপা পড়েন। জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চালান। শেষ পর্যন্ত তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

এর আগে, শনিবার সালজবুর্গের কাছের পঙ্গাউ এলাকায় আরেকটি তুষারধসে সাতজন অফ-পিস্ট স্কিয়ারের একটি দল আক্রান্ত হয়।

উদ্ধারকারী সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, তুষারধসে চারজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। একই এলাকায় আরও একটি তুষারধসে এক স্কিয়ার ভেসে যান।

পঙ্গাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার বলেন, স্পষ্ট ও বারবার সতর্কতা দেওয়া সত্ত্বেও আজ আবারও একাধিক তুষারধস হয়েছে, যা দুঃখজনকভাবে প্রাণঘাতী পরিণতি ডেকে এনেছে। এ ট্র্যাজেডি বর্তমান তুষারধস পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে তুলেছে।

এর আগেও আল্পসে প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার অস্ট্রিয়ার বাদ গাস্টেইন রিসোর্টে অফ-পিস্ট স্কিইং করার সময় ১৩ বছর বয়সি এক চেক কিশোর তুষারধসে মারা যায়। গত রোববার পশ্চিম অস্ট্রিয়ার টাইরোল অঞ্চলের ভিয়ারবার্গে ৫৮ বছর বয়সি এক স্কি ট্যুরার প্রাণ হারান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেননি এক স্বতন্ত্র প্রার্থী ইসলামপুরে যমুনা দূর্গম চর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক রাজশাহীতে হারানো ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর নগরীর নিরাপত্তা তদারকিতে রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার নড়াইলে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ৮৪০ বোতল ইসকাফ সহ আটক-২ বেতন কমিশনের প্রতিবেদনে নতুন যেসব প্রস্তাবনা প্রধান উপদেষ্টার হাতে নতুন পে-স্কেলের প্রতিবেদন, বেতনসহ বহু ক্ষেত্রে সুখবর সিলেটে পৌঁছেছেন তারেক রহমান আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন সমাজকল্যাণ উপদেষ্টা