আলোচিত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার মানহানির মামলায় গাইবান্ধার ৫ সাংবাদিকের জামিন মঞ্জুর (ভিডিও)

রংপুর প্রতিনিধি: আলোচিত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার মানহানির মামলায় গাইবান্ধার ৫ সাংবাদিকের জামিন মঞ্জুর করেছে আদালত।
ঘুষ-দুর্নীতির সংবাদ ফাঁসে গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের দায়ের করা মানহানির দুই মামলায় যমুনা টেলিভিশন ও কালের কণ্ঠের সাংবাদিকসহ পাঁচজনকে জামিন দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে রংপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতের বিচারক এফ, এম আহসানুল হক তাদের জামিন মঞ্জুর করেন। এসময় বাদি নুরুন্নবী সরকার আদালতে উপস্থিত ছিলেন।
এরআগে, ২০১৯ সালের ১৫ অক্টোবর রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালী আমলী আদালতে মানহানির পৃথক দুটি মামলা করেন পিআইও নুরুন্নবী সরকার। তার ঘুষ বাণিজ্য ও দুর্নীতি কর্মকাণ্ড নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে একাধিক সচিত্র প্রতিবেদন প্রচার হয় যমুনা টেলিভিশন ও কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.