আলোচনা সভা ও মোমবাতি জ্বালিয়ে শোক র‌্যালী করে নাটোরে ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস পালন

নাটোর প্রতিনিধি: আলোচনা সভা ও মোমবাতি জ্বালিয়ে শোক র‌্যালী করে নাটোরে ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার বিকেলে নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ্যে একটি আলোচনা সভা করা হয়।

এছাড়াও সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের আয়োজনে ও জেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি জ্বালিয়ে শোক র‌্যালী বের করা হয়। জেলা আওয়ামীলীগের নেতা কর্মিরা দলীয় কার্যালয় থেকে একটি মোমবাতি র‌্যালী বের করে শহরের মাদ্রাসা মোড়ে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে গিয়ে মোমবাতি প্রজ্জলন করেন। অপর দিকে জেলা প্রশাসনের আয়োজনে আরেকটি মোমবাতি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে একই স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়।

পরে তারাও সেখানে মোমবাতি প্রজ্জলন করে শহীদদের আত্মার মাগফেরাৎ কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রত্না আহম্মেদ, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডঃ রাজ্জাকুল ইসলাম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.