আলিয়েভের সঙ্গে দেখা করবেন এরদোগান, কারাবাখ ছাড়ছে আর্মেনিয়রা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহে আজারবাইজান বিচ্ছিন্ন নাগর্নো-কারাবাখের নিয়ন্ত্রন নেয়ার পর হাজার হাজার জাতিগত আর্মেনিয়ান সেখান থেকে পালিয়ে গিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোগান সোমবার তার মিত্র আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে দেখা করতে চলেছেন।
তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, কারাবাখ অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলিয়েভের সাথে আলোচনা করতে এরদোগান আজারবাইজানের স্বায়ত্তশাসিত নাখচিভান এক্সক্লেভে একদিনের সফর করবেন। এটি হচ্ছে আর্মেনিয়া, ইরান এবং তুরস্কের মধ্যে অবস্থিত আজারি ভূখণ্ডের একটি ক্ষুদ্র অংশ।
কারাবাখের আর্মেনীয়রা, একটি অঞ্চল যা আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসাবে স্বীকৃত কিন্তু পূর্বে তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল, গত সপ্তাহে আজারবাইজানের সামরিক বাহিনীর দ্বারা ২৪ ঘন্টার সামরিক অভিযানের পরে একটি যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছিল।
রোববার, নাগোর্নো-কারাবাখ নেতৃত্ব রয়টার্সকে জানিয়েছে যে এই অঞ্চলের ১ লাখ ২০ হাজার আর্মেনিয়ান নিপীড়ন এবং জাতিগত নির্মূলের ভয়ে আজারবাইজানের অংশ হিসাবে থাকতে চায় না এবং এলাকা ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.