আলিফ-লাম-মিম ভাটা থেকে মেহেরচন্ডী রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শনে মেয়র লিটন

রাসিক প্রতিবেদকমহানগরীর আলিফ-লাম-মিম ভাটা থেকে মেহেরচন্ডী পর্যন্ত ফোর লেন রাস্তার কার্পেটিং কাজ শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

জানা গেছে, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে মহানগরীর আলিফ-লাম-মিম ভাটা থেকে মেহেরচন্ডী পর্যন্ত সাড়ে চার কিলোমিটার ফোর লেন রাস্তার নির্মাণ কাজ চলছে। বুধবার সকাল আটটা থেকে এ রাস্তার কার্পেটিং কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় তিনি কাজের অগ্রগতির বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং জনদুর্ভোগ নিরসনে কাজের গুনগত মান যথাযথ রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন।
এ সময় উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগ সভাপতি হাসেন মন্ডল, ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজ এর কর্ণধার তৌরিদ আল মাসুদ রনি, ও শামসুজ্জামান, সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোকাম্মেল হোসেন প্রমুখ। #প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.