আর জি করের অচলাবস্থা ১৪ দিন পার

কলকাতা (ভারত) প্রতিনিধি: কিছুতেই যেন মিটতে চাইছেনা আর জি করের অচলাবস্থা। ১৪দিন হয়ে গেল অথচ এখনও কোন সুরাহা নজরে পরল না।
এদিকে জরুরি পরিষেবা না পেয়ে রুগীরা হাসপাতাল ছাড়তে বাধ্য হচ্ছেন আবার কখনোবা রেফার করা হচ্ছে অন্যত্র।
ইতিমধ্যেই রোগীদের আত্মীয় পরিজনেরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এই অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে বারবার অনুরোধ বিনরোধ করেও কাজের কাজ কিছুই হচ্ছে না।
গতকাল চার বিধায়ক, এক সংসদ,রাজ্য ম্যাডিকেল কাউন্সিলর সভাপতি ডাঃ নির্মল মাজি,রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায়,স্থানীয় বিধায়ক তাপস রায় সহ অন্যান্য পদাধিকারিকগণ মিলিত ভাবে বৈঠকের পরও এখনও পর্যন্ত কোনও সামাধান সূত্র না মেলায় যার পর নাই তীব্র ক্ষুব্ধ রাজ্য স্বাস্থ্য দফতর তথা আর জি করের প্রাক্তনিরা।
মেন্টর গ্রুপের এক সদস্য চিকিৎসকের বক্তব্য কিছু সিনিয়র চিকিৎসক তাদের কচি মাথাগুলোকে চিবোচ্ছে। পেছন থেকে কলকাঠি নাড়ছেন।
এদিন দুপুর ৩টে নাগাদ মোহিত মঞ্চে পড়ুয়াদের সাথে মিটিং করে শান্তিপূবর্ক রফাসূত্রের আহবান করেন মেন্টর গ্রুপ তথা প্রশাসনিক মহলের কর্তাব্যাক্তিগণ। তাদের বোঝাবার চেষ্টা করেন আন্দোলনের পরিপ্রেক্ষিতে রোগীদের দুর্ভোগের কথা। কিন্তু ছাত্রদের তরফ থেকে এখনও কোনও নরম মনোভাব নজরে পরেনি বলে সূত্রের খবর।
গতকাল বিকেল ৪ টার সময় অনশনস্থলে রাজ্যের চিকিৎসকদের যৌথ মঞ্চ জয়েন্ট প্লাটফর্ম অফ ভক্টরসদের সভা হওয়ার কথা আছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা ভারত প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.