আর্সেনালের গোল উৎসবের দিনে হারলো ম্যানসিটি-ম্যানইউ

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের গত আসরের রানার্সআপ আর্সেনাল এএফসি বোর্নমাউথের মাঠে গোল উৎসব করেছে। শনিবার তাদের বড় জয়ের দিনে হেরে গেছে ম্যানচেস্টারের দুই ক্লাব।
আর্সেনাল ৪-০ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। ম্যানসিটি ২-১ গোলে হেরে গেছে উলভারহ্যাম্পটনের মাঠে, টানা ছয় জয়ের পর লিগে প্রথম হার দেখলো হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। ম্যানইউর মাঠে ১-০ গোলে জিতেছে ক্রিস্টাল প্যালেস।
বুকায়ো সাকার গোলে ১৭ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। বিরতির মিনিটখানেক আগে পেনাল্টি থেকে মার্টিন ওডেগার্ড ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে আরেকবার পেনাল্টি পায় গানাররা। ৫৩ মিনিটে স্পট কিক থেকে ৩-০ করেন কাই হ্যাভার্জ। ইনজুরি টাইমে বেন হোয়াইট প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
এই জয়ে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে গেলো আর্সেনাল। প্রথম হারে ম্যানসিটি (১৮) শীর্ষস্থানেই থাকলেও ব্যবধান কমে দাঁড়ালো এক পয়েন্টে।
এদিকে ঘরোয়া মৌসুমে তিনটি হলুদ কার্ড দেখায় ডাগআউটে ছিলেন না ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। রুবেন দিয়াস আত্মঘাতী গোল করলে পিছিয়ে পড়ে সিটিজেনরা। ৫৮ মিনিটে জুলিয়ান আলভারেজ সমতা ফেরালেও হার এড়াতে পারেনি তারা। ৮ মিনিট পর হোয়াং হি চ্যানের গোলে ম্যানসিটিকে প্রথম হারের স্বাদ দেয় উলভারহ্যাম্পটন।
তিন দিন আগে লিগ কাপে ম্যানইউর কাছে হেরে যাওয়ার প্রতিশোধ নিলো প্যালেস। ২৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসনের একমাত্র গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য।
সাত ম্যাচে চতুর্থ হারে ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে নামলো ম্যানইউ। তাদের টপকে নবম প্যালেস, তৃতীয় জয়ে ১১ পয়েন্ট তাদের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.