আর্থিক খাতের সকল অনিয়ম ক্ষতিয়ে দেখা হবে নতুন অর্থমন্ত্রী

 

ঢাকা প্রতিনিধি: দেশের আর্থিক খাত নিয়ে সন্তুষ্ট নন, নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দায়িত্ব নিয়েই এ খাতের ব্যাপক সংস্কারের ইঙ্গিত দিলেন তিনি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ব্যাংকিং খাতের সকল অনিয়ম দুর্নিতি ক্ষতিয়ে দেখা হবে এবং সে সাথে বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে, নেয়া হবে সব ধরনের উদ্যোগ। পাশাপাশি রাজস্ব আদায়ে এনবিআরের অগ্রগতি যথেষ্ট নয় উল্লেখ করে, সব ধরনের করের হার কমানো হবে বলেও জানান তিনি।

স্বাধীনতার সাড়ে চার দশকে দেশের আর্থিক খাত পাড়ি দিয়েছে বহু পথ, যতো বড় হয়েছে আকার, বিভিন্ন সময় সামনে এসেছে অনিয়ম আর বিশৃঙ্খলার খবরও।

এখন পর্যন্ত ব্যাংক কেলেঙ্কারির অন্যতম বড় ঘটনা, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে হল মার্ক গ্রুপসহ অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানসমুহ। চেয়ারম্যান হিসেবে শেখ আব্দুল হাই বাচ্চু নিয়োগ পাওয়ার পর বড় আকারের লুটপাট হয় বেসিক ব্যাংকেও। এমনকি ২০১৭ সালের পুরোটা জুড়েই নানা নেতিবাচক শিরোনামে থাকে ব্যাংকিং খাত। অভিযোগ ওঠে সেসময় দৃশ্যমান কোন সংস্কারের উদ্যোগ নেননি সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এবার মন্ত্রিত্বের চেয়ারে এসেছে পরিবর্তন, দায়িত্ব নিয়ে তাই আর্থিক খাতের সংস্কারেই চোখ নতুন অর্থমন্ত্রীর।

নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, একটা জায়গায় কিন্ত আমাদের বিতর্ক চলছেই। যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভাল না। তাই আমি মনে করি এটার উপায় হচ্ছে সংস্কার করা।

দেশের মোট জিডিপির অনুপাতে কর আদায়ের হার নিয়ে অসন্তোষ জানিয়ে অর্থমন্ত্রী আশ্বাস দেন, দেশে ফিরবে পাচার হওয়া সব অর্থ, কমবে সব ধরণের করের হার।

বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ, এরপরও দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে এখনও রয়েছে ঘাটতি। ফলে, অর্থনীতির কাঠামোগত উন্নয়নে বর্তমান মেয়াদে বেসরকারি খাতের শক্তিশালী নেতৃত্ব চায় অর্থ মন্ত্রণালয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.