আর্জেন্টিনা ম্যাচের পর বর্ণবাদের শিকার কানাডার ফুটবলার

বিটিসি স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকায় আর্জেন্টিনার বিপক্ষে হারের পর অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভিযোগ তুলেছে কানাডা। দলটির দাবি, ম্যাচের পর অনলাইনে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তাদের একজন খেলোয়াড়।
লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে শুক্রবার আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে হারে কানাডা। শিরোপাধারীদের বিপক্ষে ম্যাচের পর কানাডা সকার জানিয়েছে, বর্ণবাদের শিকার হওয়ার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছে তারা।
কোন খেলোয়াড় এই ঘটনার শিকার হয়েছেন তা অবশ্য খোলাসা করেনি কানাডা। ম্যাচের সময় কানাডিয়ান ডিফেন্ডার মইস বম্বিটোর সঙ্গে সংঘর্ষ হয় লিওনেল মেসির। তখন অ্যাঙ্কেলে চোট পান আর্জেন্টাইন তারকা। ধারণা করা হচ্ছে, বম্বিটোকেই বর্ণবাদী মন্তব্য করা হয়েছে।
কানাডা সকার এক বিবৃতিতে বলেছে, “আজ রাতের ম্যাচের পর আমাদের পুরুষ জাতীয় দলের একজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে অনলাইনে করা বর্ণবাদী মন্তব্য সম্পর্কে কানাডা সকার সচেতন এবং গভীরভাবে বিরক্ত। আমরা কনকাকাফ ও কনমেবলের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করছি।”
চলতি সপ্তাহের শুরুতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছিল, অনলাইনে এসব আচরণের শিকার থেকে খেলোয়াড়দের রক্ষা করতে তাদের সোশ্যাল মিডিয়া টুল ২১১টি সদস্য অ্যাসোসিয়েশন ও দলগুলো ব্যবহার করতে পারবে।
হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসের গোলে কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে হেরে আপাতত গ্রুপ টেবিলে তলানিতে আছে কানাডা। ‘এ’ গ্রুপের অন্য দুই দল পেরু ও চিলি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.