আর্জেন্টিনায় তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত-৩

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনায় তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার নিউ আমেরিকান তেল শোধনাগারের স্টোরেজ ট্যাঙ্ক থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা শোধনাগারে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বড় ধরনের বিস্ফোরণ ঘটে সেখানে। আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে যায় সেখানকার আকাশ।
নিকটবর্তী শহর প্লাজা হুইনকুলের মেয়র গুস্তাভো সুয়ারেজ বলেছেন, এ অগ্নিকাণ্ডে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আগুনের কারণ খুঁজে বের করতে অনুসন্ধান চলছে।
এ ঘটনায় রিও নিগ্রো, নিউকুয়েন এবং লা পাম্পা প্রদেশের প্রাইভেট অয়েল ওয়ার্কার্স ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে। (সূত্র: এপি) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.