বিটিসি স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকায় নিজেদের অভিষেক ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে কানাডা। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা দলটির বিপক্ষে সেদিন তেমন কিছু করতে পারেনি তারা। তিন সপ্তাহের ব্যবধানে আবার বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে অতিথি দলটি। তবে এবার উপলক্ষ্য ভিন্ন, মঞ্চটাও আরও বড়। তাই এই লড়াইয়ের জন্য উন্মুখ কানাডা কোচ জেসি মার্শ।
নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে কোপার সেমি-ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা। বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টায় শুরু হবে খেলা।
ইতিহাস, পরিসংখ্যান কিংবা শক্তি-সামর্থ্য ও সার্বিক বাস্তবতায় দুই দলের পার্থক্য বিস্তর। যে কোনো বিচারেই অনেক এগিয়ে আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচে শিরোপাধারীদের মুখোমুখি হওয়ায় একটি সুবিধাও অবশ্য দেখেন জেসি মার্শ।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের ওপর পূর্ণ শ্রদ্ধা জানিয়েই নিজেদের সম্ভাব্য সুবিধার কথা বলেন কানাডা কোচ।
“বিশ্বের সেরা দল আর্জেন্টিনা এবং আপনারা দেখতেই পাচ্ছেন তারা কতটা আক্রমণাত্মক ও নিখুঁত, মেসি কতটা ভালো। এর আগে যখন তাদের বিপক্ষে খেলেছি, কিছু জায়গায় আমরা ভালো করেছি। আমার মতে, তাদের খেলার মান ও স্তর সম্পর্কে জানা থাকাটা আমাদের জন্য একটি সুবিধা।”
কনমেবলের আমন্ত্রণে প্রথমবার কোপা আমেরিকা খেলতে এসে চমক দেখিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে কানাডা। এর আগে স্রেফ দুটি দেশ নিজেদের প্রথম আসরে খেলেছে শেষ চারে।
পেরু, চিলি ও ভেনেজুয়েলাকে টপকে এত দূর আসার পর যেন হারানোর কিছু নেই কানাডার। শেষ চারের ম্যাচটিকে তাই নিজেদের সামর্থ্য দেখানোর দারুণ সুযোগ মনে করছেন দলের কোচ।
“ধারাবাহিক উন্নতি প্রদর্শনের কী দারুণ এক সুযোগ। এখানে বিষয়টা এমন নয় যে, আমরা কীভাবে আর্জেন্টিনাকে হারাতে পারি। মূলত নিজেদের উন্নতির ধারার প্রতি সম্মান দেখানো, নিজেদের লক্ষ্যের কাছে যাওয়ার চেষ্টা করা এবং খুবই উঁচু পর্যায়ে নিজেদের পরীক্ষা করা।” #
Comments are closed, but trackbacks and pingbacks are open.