আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার কেন্দ্রীয় বামপন্থি নেতা আলবার্তো ফার্নান্দেজ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন । নির্বাচনে বিজয়ী হতে ৪৫ শতাংশের বেশী ভোট পেয়েছেন আলবার্তো। ( খবর বিবিসি’র)

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে চলা দেশটিতে গতকাল রবিবার ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে ফার্নান্দেজ তার প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কনজারভেটিভ দলের মরিসিও মাক্রিকে পরাজিত করেছেন।

৯০ শতাংশের বেশী ভোট গণনা শেষে জানা যায়, ফার্নান্দেজ পেয়েছেন ৪৭ দশমিক ৭৯ শতাংশ ভোট, অপর দিকে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের ম্যাক্রি পেয়েছেন ৪০ দশমিক ৭১ শতাংশ ভোট।

আর্জেন্টিনার আইন অনুযায়ী, কোনো প্রার্থী যদি ৪৫ শতাংশ ভোট পান কিংবা ৪০ শতাংশ ভোট ও তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকেন তবেই তিনি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর ফার্নান্দেজের সমর্থকরা তার নির্বাচনী সদর দফতরে উল্লাসে মেতে ওঠেন।

পরাজয় মেনে নিয়ে মরিসিও মাক্রি, ফার্নান্দেজকে স্বাগত জানিয়েছেন।

রয়টার্সের বরাত দিয়ে বিবিসি তাদের প্রতিবেদনে বলা হয়, জয়লাভ করার পর ফার্নান্দেজ তার সমর্থকদের উদ্দেশে বলেন, যতটুকু সম্ভব তিনি বিদায়ী প্রেসিডেন্টকে সহযোগিতা করবেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.