বিটিসি স্পোর্টস ডেস্ক: কোপার ফাইনালের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা। সেখানে আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকোলাস গনজালেজের একটা উদযাপনে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় আলবিসেলেস্তেদের অনুশীলনে লিওনেল মেসির চিরপ্রতিদ্বন্দী ক্রিস্টিয়ানো রোনালদোর ‘সিউ’ উৎযাপন করছেন এই ফরোয়ার্ড।
ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু একটা নাম কিংবা তারকা ফুটবলার নন। কঠোর পরিশ্রম, অধ্যবসায়, হাল না ছাড়ার মানসিকতা আর প্রবল ইচ্ছা শক্তিতে রোনালদো হয়ে উঠেছেন তরুণদের অনুপ্রেরণার আইকন। আর এই মহাতারকার ট্রেডমার্ক সিউ সেলিব্রেশন তো পৌঁছেছে জনপ্রিয়তার চরম শিখরে।
ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল নাসর কিংবা পর্তুগাল রোনালদের জার্সি বদল হয়, কিন্তু বদলায় না সিউ উদযাপন। ফুটবলের সবুজ গালিচা থেকে এই উদযাপন ছড়িয়ে গেছে ক্রিকেট, রাগবি, বেসবল, টেনিস, ফর্মুলা ওয়ান, মোটর বাইক, আইস হকি, ভলিবল এমন কি বক্সিংয় রিংয়েও। রোনালদোর সিউ উদযাপন হয়নি স্পোর্টসে এমন ডিসিপ্লিন হয়তো খুঁজে পাওয়াই দুষ্কর।
শুধু রোনালদো নন, গোল দিয়ে কিংবা অনুশীলন এই উৎযাপন করেছেন ফুটবলের অনেক তারকা। যেখানে নেইমার থেকে শুরু করে টনি ক্রুস, মার্সেলোরা তো আছেনই। তরুণ প্রজন্মের কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, রাফায়েল লিওরা গোল দিয়ে মাঠে নিয়মিতই এই উদযাপনে মাতেন।
রোনালদো, মেসির চিরপ্রতিদ্বন্দী হওয়ায় আর্জেন্টাইন ফুটবলারদের সিউ উদযাপন খুব একটা ভালো চোখে দেখেন না আর্জেন্টাইন সমর্থকরা। স্রোতের বিপরীতে গিয়ে রোনালদোকে আইডল মানায় মেসির স্বদেশি আলেহান্দ্রো গার্নাচোকে পড়তে হয় সমালোচনার মুখে। একই কারণে সমালোচনার তীরে বিধঁতে হয়েছিল আর্জেন্টাইন নারী ফুটবল দলের ফরোয়ার্ড ইয়ামিলা রদ্রিগেজকেও।
তবে এবার আলবেসিলেস্তেদের কোপার ফাইনালের আগে অনুশীলনে যা হলো তা যেকোনো আর্জেন্টাইন সমর্থককে ভাবাতে বাধ্য করবে। যেই অনুশীলনে লিওনেল মেসি আছেন সেখানেও রোনালদোর প্রতিপত্তি। ভাইরাল হওয়া এক ভিডিও ক্লিপে দেখা যায় ট্রেনিং গ্রাউন্ডে সিউ সেলিব্রেশনে মেতেছেন নিকোলাস গনজালেজ। আর পাশেই দাঁড়িয়ে ছিলেন রোনালদোর ভক্ত গার্নাচো। তবে কি রোনালদোর প্রভাব আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন গার্নাচো। নাকি নিজ গুণেই মেসিকে ছাপিয়ে রোনালদো জায়গা করে নিচ্ছেন আর্জেন্টাইন ফুটবলারদের মনে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.