BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আর্জেন্টিনায় গুনে গুনে ৭ গোল দিল ব্রাজিল

আর্জেন্টিনায় গুনে গুনে ৭ গোল দিল ব্রাজিল

বিটিসি স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বুয়েনাস আয়ার্সের এজেইজায় প্যারাগুয়েকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ম্যাচে তায়না সান্তোস, কারিওকা, ভিতোরিনহা, দুদিনহা, আদ্রিয়েলি, জুলিয়া মার্তিন্স ও এভেলিন গোল করেন।

এ জয়ের ফলে ২০২৬ সালের দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের তৃতীয় ধাপের প্রস্তুতি সম্পন্ন করল ব্রাজিল। এর আগে গত বুধবার (২৬ তারিখ) এ ক্যাম্পেই আর্জেন্টিনার সঙ্গে গোলশূন্য (০-০) ড্র করেছিল দলটি। ম্যাচের ১৯ মিনিটে গোলের খাতা খোলে ব্রাজিল। কর্নার থেকে ক্লারিনহার নেওয়া বল আলতো স্পর্শে ডিফ্লেক্ট করেন তায়না সান্তোস। তার সেই স্পর্শই যথেষ্ট ছিল বলটি প্যারাগুয়ের গোলরক্ষককে পরাস্ত করে জালে পাঠানোর জন্য।

৩০তম মিনিটে আবারও কর্নার থেকে বাড়ে ব্রাজিলের ব্যবধান। ভিতোরিনহার ক্রসে বল পেয়ে জোরালো শটে গোল করেন কারিওকা। দুদিনহার সঙ্গে দারুণ পাস বিনিময়ের পর ভিতোরিনহা বক্সের ভেতর বল পেয়ে নিখুঁত শটে বল জড়ান জালের কোনায়—স্কোরলাইন ৩-০।

৩৬তম মিনিটে আসে ব্রাজিলের চতুর্থ গোল। ক্লারিনহার দারুণ থ্রু পাস প্রতিপক্ষ রক্ষণের ফাঁক গলে পৌঁছে যায় দুদিনহার কাছে। প্যারাগুয়ে গোলরক্ষক এগিয়ে আসতে দেখেই ১১ নম্বর জার্সিধারী দুদিনহা চিপ করে চমৎকারভাবে গোল করেন।

৪২তম মিনিটে দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করেন আদ্রিয়েলি। বক্সের বাইরে থেকে নেওয়া তার নিখুঁত শট প্রথমার্ধের স্কোরলাইন দাঁড় করায় ৫-০। দ্বিতীয়ার্ধের ১৫তম মিনিটে নোগেইরার দারুণ অ্যাসিস্ট থেকে বল পেয়ে জুলিয়া মার্তিন্স গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান আরো বাড়ান। এরপর ১৯তম মিনিটে এভেলিন যোগ করেন নিজের গোল। ক্লারিনহার পাস নিয়ন্ত্রণে নিয়ে শক্তিশালী ফিনিশিংয়ে গোলরক্ষকের জাল কাঁপিয়ে ব্যবধান ৭-০ করেন তিনি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটানে প্রাণের সম্ভাবনার ইঙ্গিত খুলনায় এনসিপি নেতাকে গুলি, চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ গণভোটে গণঅংশগ্রহণই পরিবর্তনের ধারা সূচিত করবে : তথ্য উপদেষ্টা বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল ফাইনালে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ তারেক রহমানের নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় যাত্রী হতে চাই – শাহ মো: ওয়ারেছ আলী মামুন বাগেরহাট-৪ আসনে তৃনমুল কর্মীরা ফুঁসে উঠেছেন, মোরেলগঞ্জে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি খুলনায় ‘বাসার ভেতরের অন্তঃকোন্দলে’ এনসিপি’র শ্রমিকনেতাকে গুলি : পুলিশ বর্ণবাদের বিষবাষ্প এবার খাজার দুই মেয়ের দিকে, রুখে দাঁড়ালেন স্ত্রী র‍্যাচেল ভেনেজুয়েলার ট্যাংকার আটকানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : চীন ইসাকের পা ভেঙে যাওয়ার আশঙ্কা লিভারপুলের