আর্জেন্টিনাকে টপকানো হল না চিলির, কোয়ার্টারে উরুগুয়ে

বিটিসি স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকায় গ্রুপ ‘এ’র প্রথম রাউন্ডের এখনও দুই ম্যাচ বাকি। এরমাঝেই নিশ্চিত হয়ে গেছে কোয়ার্টারের চার দল। আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি ও উরুগুয়ে সেরা আটে খেলছে। বাড়ির পথ ধরবে বলিভিয়া।
আজ শুক্রবার ভোররাতে চিলিকে ২-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে। তাতে আর্জেন্টিনাকে টপকে চিলিয়ানদের গ্রুপ টেবিলের শীর্ষে ওঠা হয়নি। আরেক ম্যাচে বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে উরুগুয়ে।
গ্রুপ ‘এ’তে ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। নিজেদের শেষ গ্রুপ ম্যাচে তলানির বলিভিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় ২৯ জুন ভোর ৬টায় নামবেন মেসি-আগুয়েরোরা।
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে প্যারাগুয়ে। শেষ গ্রুপ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে নামবে তারা, সুয়ারেজ-কাভানিদের দল ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে। ৫ পয়েন্টে তিনে থাকা চিলি গ্রুপপর্বের সব ম্যাচ খেলে ফেলেছে।
শুক্রবারের ম্যাচ জিতে গ্রুপের শীর্সে ওঠার সুযোগ ছিল চিলির। কিন্তু প্যারাগুয়ের স্যামু ও মিগুয়েল আলমিরনের গোল সেটি হতে দেয়নি। দারুণ জয়ে চিলিকে হারিয়ে তাই টেবিলের দুইয়ে প্যারাগুয়ে।
আরেক ম্যাচে টানাটানির জয় তুলেছে কোপার সর্বোচ্চ ১৫বারের ট্রফিধারী উরুগুয়ে। টেবিলের তলানির বলিভিয়াকে হারাতেই ঘাম ছুটেছে সুয়ারেজদের। বলিভিয়ার কার্লোস ল্যাম্পে প্রথমে নিজেদের জালে বল জড়িয়ে দিলে লিড পায় উরুগুয়ে। এডিনসন কাভানির আরেক গোলে জয় ও কোয়ার্টার নিশ্চিত হয় তাদের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.