আরোগ্য লাভ করল দেশের প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যাক্তি

কলকাতা (ভারত) প্রতিনিধি: দেশের মধ্যে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের খবর পাওয়া যায় কেরলে। সরকারি হাসপাতালে চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন বলে জানান কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।
তিনি জানান আক্রান্ত ব্যক্তি বিদেশ থেকে ফেরার পরেই মাঙ্কিপক্সে আক্রান্ত হন। খবর পাওয়া মাত্রই তাঁকে একাধিক পরীক্ষা নিরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। তৎক্ষণাত তাঁকে তিরুবনন্তপুরমের সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করা হয়। প্রায় ১৪দিন হাসপাতালে থাকার পর এখন তিনি শারীরিক ও মানসিক ভাবে সুস্থ বলেই জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।
ওই ব্যক্তির আক্রান্তের পরেই আরও দুই ব্যক্তির মাঙ্কিপক্সে আক্রান্তের খবর পাওয়া যায়। সবাইকেই বিশেষ পর্যবেক্ষণে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানান হয়েছে।
পাশাপাশি দেশে করোনার বাড়বাড়ন্ত অনেকটাই নিয়ন্ত্রণে।
দেশের দূরপাল্লার ট্রেনগুলো এখন থেকে নিয়মিত জাতায়াত করবে বলে রেলসূত্রে জানান হয়েছে।
কিন্তু উৎসবের দিনগুলোর কথা মাথায় রেখে আগাম সতর্কতার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.