আরব আমিরাতে কাছে সাহায্যের আবেদন পাকিস্তানের!

বিটিসি নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতায় আসার পর এবার আরব আমিরাতে সাহায্যের আবেদন করেছেন বলে জানা যায়। ইমরান খান ইতিমধ্যে আবুধাবির প্রেসিডেন্সিয়াল প্যালেসে আবুধাবির যুবরাজ এবং সেনাবাহিনীর ডেপুটি কমান্ডারের সাথে সাক্ষাৎ করেছেন। ইমরান খান গত দু’মাসে দ্বিতীয়বারের মতো আমিরশাহি সফরে গেলেন।

এর আগে সম্প্রতি প্রবাসী পাকিস্তানিদের কাছে সাহায্যের আবেদন করছিলেন ইমরান খান। তাঁর আবেদন- পাকিস্তানের পানির সমস্যা মেটাতে অর্থ সাহায্য করুন প্রবাসী পাকিস্তানিরা। যাতে সেই অর্থ দিয়ে পাকিস্তানের বাঁধ ও জলাধারগুলির সংস্কার করে উন্নতি সাধন করা যায়। নতুন বাঁধ ও জলাধার নির্মাণের জন্য প্রয়োজন বিপুল অঙ্কের অর্থ। যা পাকিস্তান সরকারের হাতে নেই। সেই অর্থাভাব মেটাতেই ইমরান খানের এই আরজি বলে মত বিশেষজ্ঞদের।

জানা যায়, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড’র (আইএমএফ) আওতায় কোটি কোটি ডলার সাহায্য প্রার্থনার জন্যই ইমরান দুবাই সফর করেছেন।

এদিকে, আবুধাবিতে ইমরানের সফরের সাথে আর্থিক সাহায্য চাওয়ার কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে পাকিস্তান।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.