আরডিএ পার্কে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: “সবুজ গাছ, সমৃদ্ধ দেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টায় রাজশাহী নগরীর আরডিএ পার্কে এই কর্মসূচি পালিত হয়।
পার্কের অভ্যন্তরে অবস্থিত প্রায় আট (০৮) বিঘা আয়তনের বড় পুকুরে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাঁচ (০৫) মণ মাছ অবমুক্ত করা হয়। মাছগুলোর মধ্যে ছিল চিতল, পাঙ্গাস, ব্ল্যাক-কার্প, রুই, কাতলা, মৃগেল, রঙ্গিন রুই ও রঙ্গিন কই কার্পসহ আরও কিছু প্রজাতি। মাছ অবমুক্তকরণের সময় পার্কে উপস্থিত শিশু-কিশোর ও বয়স্কদের ভিড় লক্ষ করা যায়। অনেকেই স্মার্টফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
একই দিনে আরডিএর বাস্তবায়িত বিভিন্ন আবাসিক এলাকা ও পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ছয়শত (৬০০) গাছের চারা রোপণ করা হয়। গাছগুলোর মধ্যে ছিল আম, কাঁঠাল, আমলকি, মেহগনি, নিম, হরিতকি, বহেরা, ছাতিমসহ নানা প্রজাতি। কর্মসূচি শেষে গাছগুলোর চারপাশে বাঁশের খুঁটি ও বেড়া দিয়ে পরিচর্যার ব্যবস্থা করা হয়।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম বলেন, “গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও মানুষের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখে। প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো উচিত।”
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল তারিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান, নগর পরিকল্পক মোঃ রাহেনুল ইসলাম রনী, সহকারী প্রকৌশলী আল ফাহাদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পার্কের দর্শনার্থীরা বলেন, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সুরক্ষিত হবে, তেমনি পুকুরে মাছ উৎপাদন বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টি চাহিদা পূরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে পার্কে আগত দর্শনার্থীদের জন্য নতুন এক বিনোদনের উপলক্ষও তৈরি হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.