আরডিএর নিষেধাঙ্গা অমান্য করে বহুতল ভবন নির্মানের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর তেরখাদিয়া বাইপাস এলাকায় আরডিএর নিষেধাঙ্গা অমান্য করে ড্রিম-৩২ নামে একটি বহুতল ভবন নির্মান অব্যাহত রেখেছেন মালিক পক্ষ। আজ শনিবার সকালে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগিদের পক্ষে উজ্জ্বল আলী এ অভিযোগ করেন।

লিখিত বক্তবে তিনি বলেন, ড্রিম-৩২ নামের ১০তলা বিল্ডিংটির মালিক পক্ষ নিয়ম বহির্ভুতভাবে চারপাশে কোন প্রকার জায়গা না ছেড়ে বিল্ডিং নির্মাণ করছেন। এছাড়া আরডিএ কর্তৃক ১০ তলার প্ল্যান থাকলেও তারা বিল্ডিংটি ১১তলা পর্যন্ত বৃদ্ধি করেছেন। বিন্ডিংয়ের চারপাশে ১৬ ফুট উচ্চতার বিশাল বাউন্ডারী দিয়েছেন যা রাস্তার দিকে হেলে গিয়ে ওই এলাকাবাসীর চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অবৈধভাবে নির্মাণাধীন বিল্ডিংয়ের উপর থেকে নির্মাণ সামগ্রী নিচে পড়ে এলাকার বহু নাগরিক জখমসহ নিকটবর্তী বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি সাধন করেছে। এ বিল্ডিংয়ের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তিনি আরও বলেন, ড্রিম-৩২ বিল্ডিংটিতে ফায়ারের কোন অনুমোদন নাই। তারা (মালিক পক্ষ) বিল্ডিংয়ে ফায়ারের কোন ব্যবস্থাও রাখেননি। এছাড়া বিল্ডিংয়ের অনুমোদিত নকশাতে ৩টি সিঁড়ি থাকলেও তারা ২টি সিঁড়ি রেখে বিল্ডিং নির্মাণ করছেন।

উজ্জ্বল আলী বলেন, ইমারত আইন লঙ্ঘন করে বিল্ডিং নির্মাণ করায় ২০১৮ সালের ২৫ জুলাই ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ৩ (খ) ধারা মোতাবেক আরডিএ নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও মালিক পক্ষ বিল্ডিং নির্মাণ অব্যবাহত রেখেছেন। তিনি বলেন, আরডিএ নির্মাণ কাজ বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করা হলেও রহস্যজনক কারণে থানা কোন ব্যবস্থা গ্রহন করেনি। উল্টো রাজপাড়া থানা আমার (ভুক্তভোগি উজ্জ্বল আলী) বিরুদ্ধে তদন্ত ছাড়াই মিথ্যা চাঁদাবাদির মামলা গ্রহন করে আমাকে বিভিন্নভাবে হয়রানী করছে বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

উজ্জ্বল আলী বলেন, অবৈধ নির্মাণ কাজ বন্ধ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৯ মে আরডিএর চেয়ারম্যান বরাবরে আবেদন করলেও আরডিএ পরবর্তীতে কোন ব্যবস্থা গ্রহন করেনি। ফলে অবৈধ নির্মাণ অব্যাহত আছে। এ ব্যাপারে সংবাদ সম্মেলন থেকে ড্রিম-৩২ বিল্ডিংয়ের অবৈধ নির্মাণ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদ প্রেরক এস.এম.আতিক।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.