আরজি করে ধর্ষণ-হত্যা: সাবেক অধ্যক্ষের চিকিৎসক রেজিস্ট্রেশন বাতিল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ-খুন ঘটনায় এবার প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের চিকিৎসক রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। ইতোমধ্যে এই মামলায় তাকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরেও মেডিক্যাল শিক্ষার্থীদের একাধিক অভিযোগে অভিযুক্ত সন্দীপ।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তা নিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের দুই সদস্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রথমে শোকজ করা হয় সন্দীপকে। সেই শোকজের জবাব পাননি তারা। এবার সন্দীপের রেজিস্ট্রেশনই বাতিল করা হলো। নিজেকে ডাক্তার বলে দাবি করতে গেলে এই রেজিস্ট্রেশন নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটাই বাতিল করে দিলো ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল।
২ সেপ্টেম্বর সিবিআই-এর দুর্নীতি দমন শাখার হাতে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ।  
উল্লেখ্য, ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল এক মেডিক্যাল শিক্ষার্থীর মরদেহ। তাকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের নির্মমতা নাড়িয়ে দিয়েছে গোটা ভারত। পশ্চিমবঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন চিকিৎসকরাও। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.