আরও উন্নত ক্যামেরা প্রযুক্তি নিয়ে আসছে আইফোন

 

বিটিসি নিউজ ডেস্ক: এবার ক্যামেরা প্রযুক্তিতে আরও উন্নতি নিয়ে বাজারে আসছে অ্যাপল।

তাদের পরবর্তী আইফোনে এমন ক্যামেরা প্রযুক্তি ব্যবহৃত হতে পারে, যা রীতিমতো ডিএসএলআর ক্যামেরাকেও হার মানাতে সক্ষম। অ্যাপল সম্প্রতি এমন একটি ক্যামেরা প্রযুক্তির পেটেন্ট আবেদন করেছে, যাতে নতুন ধরনের ফ্ল্যাশ মডিউল যুক্ত থাকছে। এটি ঠিক ডিএসএলআরের মতোই কাজ করবে। এ তথ্য জানানো হয়  ডিজিটাল ট্রেন্ডসের এক প্রতিবেদনে ।

পেটেন্ট আবেদন অনুযায়ী, ফ্ল্যাশলাইট মডিউলটিকে বলা হবে ডুয়াল লেন্স ক্যামেরা ফোকাসিং লাইটিং মডিউল। এটি এলইডি ফ্ল্যাশের দিক পরিবর্তনে ব্যবহার করা যাবে। এ ছাড়া ব্যবহারকারী চাইলে ফ্ল্যাশ কমবেশি করতে বা ফ্ল্যাশলাইটের বিম পরিবর্তন করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে ওই পেটেন্ট আবেদনটি করা হয়। নতুন এই প্রযুক্তি কবে আইফোনে যুক্ত হবে, এ বিষয়ে অ্যাপল কোনো তথ্য জানায়নি। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন, পরবর্তী আইফোনে নতুন ক্যামেরা প্রযুক্তি আনতে পারে অ্যাপল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.