আরএমপি পুলিশের অভিযানে অস্ত্রসহ ছিনতাই চক্রের ০২ সদস্য গ্রেফতার, ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার

আরএমপি প্রতিবেদক: ইং-০২/১২/২০২০ খ্রিঃ এসআই/ইফতেখার মোহাম্মদ আল-আমিন সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/মোঃ গোলাম মোস্তফা, এএসআই/রানা আহম্মেদ, কং/১৪৯২ রনি আহম্মেদ সহ থানা এলাকায় রাত্রীকালীন স্পেশাল মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকাকালে রাত্রী অনুমান ০৪.১০ ঘটিকার সময় বোয়ালিয়া মডেল থানাধীন হেতেমখাঁ কলাবাগান বিদ্যুৎ আদালতের সামনে পাকা রাস্তার উপর হতে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি অটোরিক্সা থামিয়ে ধারালো চাকু, অস্ত্র বের করে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে অটোরিক্সা ছিনতাই করে যাওয়ার সময় মোটর সাইকেল যোগে ধাওয়া করে উপশহর ১নং সেক্টর এর মোড়ে মায়ের দোয়া ভ্যারাইটি স্টোরের সামনে পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হতে ছিনতাইকৃত অটোরিক্সা সহ আসামী ১। মোঃ ফজর আলী (৩০), পিতা-মৃত কাজল আলী, সাং-পাঠানপাড়া, থানা-বোয়ালিয়া মডেল, মহানগর রাজশাহী, ২। মোঃ আবেদ আলী (৩৮), পিতা-মৃত অসিমুদ্দিন, বিশালপুর বিদ্যারক্যা, থানা-মোহনপুর, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিকট হতে ১। ০১টি সাদা চকচকে সচল বাট বডি ও ব্যারেল যুক্ত লোহার তৈরি দেশীয় পাইপগান ২। ০২টি রাবার বুলেট, ৩। ০১টি প্লাস্টিকের বাট যুক্ত সাদা চকচকে চাকু উদ্ধার করেন।
আসামীদ্বয় ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক ভাবে জানা যায়। আসামী ১। মোঃ ফজর আলী (৩০) এর বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে।
আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.