আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি আটক

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাস-সহ ৮ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো: মো: লালচাঁন চান্দু (৫৫), মো: হায়দার আলী (৪৮), মো: তোজাম্মেল আলী (৩২), মো: রাজ্জাক আলী (৩৫), মো: আরমান মন্ডল (৬০), মো: জামিরুল ইসলাম আতিয়ার (৩৬),  মো: ফয়সাল আলী (২০) ও মো: আনোয়ার হোসেন গুলি (৫০)।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৫ আগস্ট, ২০২২ রাত সোয়া ১১টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: মশিয়ার রহমান, এসআই  এএসএম সাইদুজ্জামান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার চরশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করেন। এ সময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ প্রেরক মোঃ রফিকুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.