আরএমপি ডিবি’র অভিযানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আসামি গ্রেপ্তার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামি হলেন, মো: এমদাদুল হক (৪৮) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তর পাড়ার মৃত সাজ্জাদ হোসেনের ছেলে।
আজ ৩০ সেপ্টম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাত সোয়া ১ টায় (গতকাল দিবাগত রাত) মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে এমদাদুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
সংবাদ প্রেরক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.