আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর দামকুড়া থানার বিন্দারামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: আলমাস আলী (৪৯) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার বিন্দারামপুর এলাকার মৃত আজমত আলীর ছেলে।
গতকাল সোমবার ২৪ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯ টায় মহানগরীর দামকুড়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলামের তত্বাবধানে এসআই মো: মাসুদ কবিরের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম দামকুড়া বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আলমাস নামীয় এক ব্যক্তি বিন্দারামপুর এলাকায় গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে দামকুড়া থানা পুলিশের ঐ টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আলমাসকে আটক করে এবং তার দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামকুড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

















