BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আরএমপি’র ডিবি পুলিশের অভিযানে ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১

আরএমপি’র ডিবি পুলিশের অভিযানে ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর (মোল্লাপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো: শফিকুল মোল্লা (৫১)। তিনি রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর (মোল্লাপাড়া) এলাকার মৃত রসিম মোল্লার ছেলে।

গতকাল বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫ খ্রি.) বিকেল ৪টায় ডিবি পুলিশের পরিদর্শক মো: ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি অভিযানিক দল উক্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, শফিকুল নামে এক ব্যক্তি শ্যামপুর (মোল্লাপাড়া) এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শফিকুল পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯,৭০০ (নয় হাজার সাতশত) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেন যে, বিক্রির উদ্দেশ্যে তিনি এসব ট্যাপেন্টাডল ট্যাবলেট সঙ্গে রেখেছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ