আরএমপির ডিবি কর্তৃক আগ্নেয়াস্ত্র উদ্ধার

আরএমপি প্রতিবেদক: আজ ০৫/১১/২০১৮ ইং তারিখ বিকাল আনুমানিক ০৫.৪৫ ঘটিকার সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার(ডিবি) মোঃ ফজলুল করিমের নেতৃত্বে গোয়েন্দা শাখার একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রাজপাড়া থানাধীন নগরীর উত্তর মহিষবাথান এলাকা হতে এক রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি অবৈধ আগ্নেয়াস্ত্র(বিদেশী পিস্তল) উদ্ধার করে এবং এ সময় দুইজন ব্যক্তিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন ১। মোঃ মিনহাজ(২০), পিতা-মোঃ শহীদুল ইসলাম, সাং-সুফিয়ানের মোড়, থানা-রাজপাড়া, মহানগর রাজশাহী ২। মোঃ জনি(২১), পিতা-মোঃ আনোয়ার, সাং-শিশাপাড়া, থানা-কর্ণহার, মহানগর রাজশাহী। গ্রেফতারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। এ সংক্রান্তে রাজপাড়া থানায় একটি অস্ত্র আইনের নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং তাদের সাথে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র  ইফতেখায়ের আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।#প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.