আরএমপির (ডিবি) অভিযানে রামেক হতে চুরি যাওয়া নবজাতক শিশু উদ্ধার, গ্রেপ্তার-২

আরএমপি প্রতিবেদক: গত ইং-২০/০১/২০২১ তারিখ সকাল অনুঃ ০৯.৩০ ঘটিকায় রাজপাড়া থানাধীন লক্ষীপুর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৩ নং ওয়ার্ডে শ্রী মাসুম রবি দাশ এবং শ্রীমতি শিল্পি রাণী দাস(কমলী) সাং-লক্ষীপুর আইডি বাগানপাড়া, থানা-রাজপাড়া, মহানগর রাজশাহী দম্পতির একটি কন্যা সন্তান জন্ম লাভ করেন।
অতঃপর ইং ২২/০১/২০২১ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকার সময় উক্ত নবজাতক শিশুকে অজ্ঞাতনামা মহিলা বয়স অনুঃ (৩৫ হইতে ৪০) দেখতে কালো/শ্যামলা বর্ণের, মুখমন্ডল গোল চেহারার মহিলা নবজাতকের মায়ের সাথে সম্পর্ক স্থাপন করে নবজাতকের মায়ের অজান্তে চুরি করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের দিক নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (ডিবি), জনাব আবু আহাম্মদ আল মামুন এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার(ডিবি) জনাব মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে এসআই/মোঃ ছয়ফুল ইসলাম, এসআই/মোঃ শাকিল হুদা জনি, এএসআই/মোঃ সাইদুল ইসলাম, কং/মোঃ মাহফিজুর রহমান, কং/মোঃ তৌহিদুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১। মোসাঃ মৌসুমি বেগম (২৩), স্বামী-মোঃ সজিব, ২। মোঃ সজিব (২৫), পিতা-মোঃ আঃ মজিদ, উভয় সাং-রাণীনগর পানির ট্যাংকি(পল্টু কমিশনারের বস্তি), থানা-বোয়ালিয়া মডেল, মহানগর রাজশাহীদ্বয়ের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামীদ্বয়ের হেফাজত হতে চুরি যাওয়া নবজাতক শিশুকে উদ্ধার পূর্বক আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.