আরএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে নকল চায়না মশার কয়েল উদ্ধার

আরএমপি প্রতিবেদক:  ইং-২৪/১১/২০২০ তারিখ রাত্রী ২০.৪৫ ঘটিকার সময় গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদে প্রেক্ষিতে রাজশাহী মহানগরস্থ দামকুড়া থানাধীন কাদিপুর গ্রামস্থ জনৈক মো: এনামুল হক কনক (৪২) পিতা- মৃত: আবুল হোসেন এর বসত বাড়ীতে অভিযান চালিয়ে -মেসার্স রফিক এন্ড কোম্পানী প্রা: লি: কর্তৃক আমদানীকৃত চায়না (নো স্মোক) মশার কয়েলের হুবহু নকল মশার কয়েল সর্বমোট ১০০ টি কলাপাতা রংয়ের কাগজের কাটুন যাহার মোড়কের গায়ে ইংরেজীতে BoaMa MOSQUTTE COIL ACTIVE INGREDIENT > ০.৩ %  ও বাংলায় রপ্তানী যোগ্য বাওমা মশার কয়েল (নো স্মোক) সহ অন্যান্য লেখা আছে।
যার প্রতিটি কাটুনের ভিতরে ৬০ (ষাট) প্যাকেট করিয়া সর্বমোট (৬০×১০০)=৬০০০ (ছয় হাজার) প্যাকেট, যাহার আনুমানিক মূল্য-(৬০০০×৭০)=৪,২০,০০০/- (চার লক্ষ বিশ হাজার) টাকা উদ্ধার করে।
এতদ সংক্রান্তে আসামী ১। মো: মারুফ উদ্দিন (৪৫), পিতা- মৃত: কবির উদ্দিন, সাং- লক্ষীপুর ভাটাপাড়া, থানা- রাজপাড়া, ২। মো: পিয়ারুল ইসলাম (৩৫) (অটোচালক), পিতা- মো: গোলজার আলী, সাং- হড়গ্রাম, শেখপাড়া, থানা- কাশিয়া ডাঙ্গা, উভয়- আরএমপি, রাজশাহীদ্বয়কে গ্রেফতার করা হয়।
এতদ সংক্রান্তে জনাব গোলাম মোর্শেদ (৩৮), পিতা- গোলাম সরোয়ার, মাতা-মোছা: মরিয়ম খাতুন, সাং- হোল্ডিং নং- ২/২৩১ কলেজ রোড, গাবতলী, পোষ্ট: গাবতলী, থানা- গাবতলী, জেলা- বগুড়া, বর্তমানে-মেসার্স রফিক এন্ড কোম্পানী প্রা: লি: এর রাজশাহী বিভাগীয় সেল্স ম্যানেজার, হাদির মোড়, বোয়ালিয়া, রাজশাহী বাদী হইয়া দামকুড়া থানায় মামলা দায়ের করিয়াছেন।
সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.