আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাটাখালী থানার অভিযানে ১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: সেলিম (২৬) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চর খানপুর এলাকার মো: সেন্টু শেখের ছেলে। বর্তমানে সে কাশিয়াডাঙ্গা থানার বসরী গ্রামের বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৪ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ সন্ধ্যায় আরএমপি’র কাটাখালী থানার এসআই মো: নাদিম উদ্দীন ও তার টিম মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকায় এক বাড়ির সামনে দুইজন ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম সন্ধ্যা সোয়া ৬ টায় কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সেলিমকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ১হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় এবং অপর আসামি পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.