আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় কর্ণহার থানা কর্তৃক চোরাই মালামাল উদ্ধার ও চোরকে গ্রেপ্তার করেছে কর্ণহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নুর আলম (১৯) ও মোসা: রাইসা ওরফে সুরভী (১৯)। নুর রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম আশ্রয়কেন্দ্র এলাকার রবিউল ইসলামের ছেলে। বর্তমানে সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বাসিন্দা। রাইসা বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার আয়নালের মেয়ে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দর্শনপাড়ার এক মুদি দোকানদার দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরদিন সকালে দোকানে এসে তিনি দেখতে পান দোকানের তালা ভাঙা এবং বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় দোকানি কর্ণহার থানায় একটি চুরির অভিযোগ দাখিল করলে একটি নিয়মিত চুরির মামলা রুজু করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ রাত সোয়া ৮টায় চন্দ্রিমা থানার এসআই মো: আ: মতিন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কাশিয়াডাঙ্গা থানার আশ্রয়ণ এলাকা থেকে আসামি নুর আলমকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আজ ২৪ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ ভোর সাড়ে ৪টায় রাজপাড়া থানার মহিষবাথান এলাকার একটি বাড়ি থেকে অপর আসামি রাইসাকে গ্রেপ্তার করা হয়। এসময় ঐ বাড়ি থেকে চোরাই মালামালসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং জানায় যে, তাদের আরেক সহযোগী রাইসার স্বামী মো: ফাইসালও এ চুরির সাথে জড়িত। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.