আরএমপি’র আয়োজনে দিনব্যাপী চক্ষু শিবির

ছবি: সৈয়দ নাবিল

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স্ কনফারেন্স রুমে দিনব্যাপী এক ‘চক্ষু শিবির’ কর্মসূচী অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় চক্ষু শিবির কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, পিপিএম। এ কার্যক্রমে সহযোগীতা করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, ডিসি(পিওএম) মুহাম্মদ সাইফুল ইসলাম, ডিসি মোঃ জয়নুল আবেদীন, বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্ব¡াবধায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক(চক্ষু) ডাঃ মোঃ ইউসুফ আলী ও রেজিষ্টার(চক্ষু) ডাঃ এএসএম সাখাওয়াত হোসেনহস পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মতর্কাগণ।

আরএমপি’র পুলিশ সদস্যদের চক্ষু বিষয়ে সু-চিকিৎসা প্রদান করার লক্ষ্যে আরএমপি’র পুলিশ কমিশনার এই উদ্যোগ গ্রহণ করেছেন। মূলতঃ যেসব পুলিশ সদস্যদের চক্ষু বিষয়ক সমস্যা রয়েছে তাদেরকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারদ্বয় চোখের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। কর্মসূচীটি বিকেল ৫টায় শেষ হয়। কর্মসূচীতে পুলিশ কমিশনার বলেন ফোর্সদের কল্যাণের জন্য ভবিষ্যতে স্বাস্থ্য বিষয়ক আরো বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হবে। এ কর্মসূচীতে ১৩৫ জন পুলিশ সদস্যকে চক্ষু বিষয়ক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.