আরএমপির’র ৯৯৯ সেবা কার্যক্রমের উদ্বোধন

আরএমপি প্রতিবেদক: অদ্য ১০/১২/২০১৮ খ্রিঃ তারিখ রোজ সোমবার দুপুর ০১.০০ঘটিকার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর সম্মেলন কক্ষে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর অধীনে রাজশাহী মহানগর এলাকায় উক্ত কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে আরএমপি ইউনিটে ৯৯৯ সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(সদর) তানভীর হায়দার চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি)মোঃ ইফতে খায়ের আলম, সহকারী পুলিশ কমিশনার (সদর) মোঃ হাবিবুর রহমানসহ জাতীয় জরুরী সেবা ৯৯৯ বিষয়ে সদ্য প্রশিক্ষণ প্রাপ্ত আরএমপি‘র ১২টি থানার অফিসারবৃন্দ। আরএমপি‘র ১২টি থানার ২৪ জন অফিসার ইতিমধ্যেই ঢাকায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

 

 

উল্লেখ্য জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোনকরে তাৎক্ষণিকভাবে পুলিশী সেবা, ফায়ার সার্ভিসের সেবা ওএম্বুলেন্সের সেবা পাওয়া যায়। ঢাকায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর প্রধান অফিস অবস্থিত। এখন থেকে ঢাকা হতে আরএমপি‘র সাথে ৯৯৯এর সংযোগ স্থাপন করা হলো। রাজশাহী মহানগর এলাকার সাধারণ জনগণ যে কোন জরুরী পরিস্থিতিতে ৯৯৯ এ ফোন করে দ্রুততার সাথে সেবানিতে পারবেন এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে পারবেন।

উদ্বোধনকালে আরএমপি পুলিশ কমিশনার ১২ টি থানায় জরুরী জাতীয়সেবা ৯৯৯ এর কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য ১২টিকম্পিউটার সেট হস্তান্তর করেন। উদ্বোধনকালে পুলিশ কমিশনার তাঁরবক্তব্যে বলেন, আরএমপি পুলিশকে আরো বেশি জনবান্ধব ও আধুনিক করতেইতিমধ্যে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি), কুইক রেসপন্স টিম(কিউআরটি), ই-ট্রাফিক প্রসিকিউশন প্রসেস সহ বিভিন্নকার্যক্রম গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় জনগণ যাতে

তাৎক্ষণিকভাবে পুলিশী সেবা পেতে পারে তা নিশ্চিত করতে আরএমপিতেজরুরী সেবা ৯৯৯ সংযোজন করা হলো।#

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

(প্রেস বিজ্ঞপ্তি) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.