আম আহরণের উদ্বোধন করলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ

নাটোর প্রতিনিধি: নাটোরে আম আহরণের উদ্বোধন করলেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। আজ বুধবার সকালে নাটোর সদর উপজেলার পাইকপাড়া গ্রামে মেহেদী হাসান রতনের আম বাগান থেকে আম আহরণের মাধ্যমে চলতি মৌসুমের আম আহরণের উদ্বোধন করা হয়।

এসময় কৃষি বিভাগের উপ পরিচালক সুব্রত কুমার সরকার, নাটোর সরদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

এর আগে ৭মে জেলা প্রশাসনের উদ্যোগে আম ও লিচু আহরনের সময় সীমা নির্ধারণ করে দেয়া হয়। সে অনুযায়ী আজ থেকে আম ও আগামিকাল থেকে লিচু আহরণ করা যাবে। এছাড়া খিরসাপাত ২৮মে, ল্যাংড়া ০৬জুন, লক্ষণ ভোগ ১জুন, ফজলি ৩০জুন এবং আম্রপলি ৩০ জুনথেকে আহরণ করা যাবে।

কৃষি বিভাগ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানায়, চলতি বছর নাটোর জেলায় ৫ হাজার ৫১৯ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের আবাদ হয়েছে। আর আম উৎপাদন হবে ৭৭ হাজার ৩০৫ মেট্রিক টন।নাটোর কৃষি বিভাগের উপ পরিচালক সুব্রত কুমার সরকার বলেন, চলতি মৌসুমে অনুকুল আবহাওয়ায় নাটোরে আমের ফলন হবে ভাল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.