আমড়াখালী চেকপোস্ট থেকে ১৩ পিস স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারীকে আটক

যশোর প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ১৩ পিস স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৪০) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্বর্ণের বারের বর্তমান বাজার মূল্য ১ কোটি ৯ লক্ষ ২০০ টাকা।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। পরে স্বর্ণ পাচার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিকালে ঢাকার বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তর বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, যশোর থেকে একটি লোকাল বাসে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে একজন পাচারকারী রওনা হয়েছেন এমন সংবাদ আমাদের কাছে ছিল। এ সংবাদ পেয়ে আমড়াখালী চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়।

এ সময় একটি লোকাল বাসে তল্লাশি চালাকালে আশিকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ১৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো বেল্টে বিশেষ কায়দায় বাঁধা ছিল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.