আমুল পরিবর্তন হতে চলেছে গরিব রথের

কলকাতা (ভারত) প্রতিনিধি: লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন ২০০৬সালের অক্টোবর মাস থেকে শুরু হয় এই প্রকল্প। বর্তমানে সারা দেশে ২৬টি রুটে এই গরিব রথ চলাচল করে।
পশ্চিমবঙ্গে,কলকাতা-পাটনা,কলকাতা-গুয়াহাটি ও হাওড়া -পুরি রুটে গরিব রথ চালান হয়।
গরিব রথ চালানোর পিছনে তৎকালীন রেলমন্ত্রীর অন্যতম যুক্তি ছিল অপেক্ষাকৃত কম খরচে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের এসি কোচে করে দূরপাল্লার রেলভ্রমণ। দূরপাল্লার থার্ড এসি কোচের তুলনায় গরিব রথের ভাড়া অনেক কম রাখা হয়।
বর্তমান কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রকল্পটিকে আরও জনপ্রিয় করে আরামদায়ক রেলভ্রমণ করানোর।
এজন্য রেলওয়েবোর্ডের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে প্রকল্পের পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করার। সম্পূর্ণ পরিষেবা ভিত্তিক ভাড়া ধার্য করা হবে বলে এপর্যন্ত জানিয়েছেন রেলের আধিকারিকেরা। তবে সাধারণ মানুষের কথা ভেবেই ভাড়া ধার্য হবে।
বাংলা সহ সবকটি রুটেরই পরিবর্তন আনা হবে। এজন্য কিছু থার্ড এসি কোচ সহ অন্যান্য বগিগুলোকে আধুনিক করা কাজ চলছে। চলতি আর্থিক বছরেই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে বলে মন্ত্রক সূত্রে জানান হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.