আমি বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দেবো : প্রধানমন্ত্রী

 

ঢাকা প্রতিনিধিআজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বহুলকাঙ্ক্ষিত সংলাপ শুরুর আগে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেনআমি বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দেবো। দীর্ঘ নয় বছর ১০ মাস হতে চললো আমাদের সরকারের। এই সময়ের মধ্যে দেশে কত উন্নয়ন করতে পেরেছি সেটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করে দেখবেন। এটুকু বলতে পারি বাংলাদেশের সাধারণ মানুষ ভালো আছে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে, দিনবদলের যে সূচনা করেছিলাম সেই দিন বদল হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জন্য আর্থসামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছি। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্র অব্যাহত রেখেছি। দেশটা আমাদের সবার। মানুষের ভাগ্যের পরিবর্তন করা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সার্বিক উন্নয়ন- এটাই আমাদের মূল লক্ষ্য।

এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছাতে কাজ করছি। এর আগে প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টের নেতাদের স্বাগত জানিয়ে তাদের খোঁজখবর নেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.