‘আমি এখন পুরুষদের ভয় পাই’

বিটিসি বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় অভিনেত্রীদের একজন সোহানা সাবা। বাংলাদেশের পাশাপাশি কাজ করেছেন কলকাতার সিনেমাতেও। দুই দেশের দর্শকদের কাছেই তিনি বেশ পরিচিত। সাবা অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘অসম্ভব’ এখন মুক্তির অপেক্ষায়। সিনেমাটি নির্মাণ করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।
সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে। যেখানে প্রশ্ন করা হয়, বিয়ে করছেন কবে? উত্তরে সাবা বলেন, ‘সত্যি বলতে, আমি এখন পুরুষদের ভয় পাই। পুরো পৃথিবীতে সত্যিই কি আমার জন্য এরকম কোনো মানুষ আছে, যার সঙ্গে নিশ্চিন্তে বাকিটা জীবন কাটাতে পারব? যদি এরকম কেউ থেকে থাকে আর তার সঙ্গে আজ দেখা হয়ে যায়, তাহলে কালই তাকে বিয়ে করে ফেলতাম।’
এছাড়াও জানতে চাওয়া হয়, একজীবনে কতবার প্রেমে পড়েছেন তিনি।
উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘প্রেমে পড়ার সুযোগ কম হয়েছে। প্রেম করেছি অনেকবার। আমি যাদের সঙ্গে প্রেম করেছি, কিছুদিন পর মনে হয়েছে এ তো দেবদাস। ভয়ংকর অভিজ্ঞতা। তবে হ্যাঁ, প্রেম করেছি।’
উল্লেখ্য, সোহানা সাবার ‘অসম্ভব’ সিনেমায় অভিনয় করেছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, গাজী আবদুন নূর, শাহেদ, স্বাগতা, যাত্রা সম্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাসসহ অনেকে। যাত্রাশিল্প এবং যাত্রাশিল্পীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.