‘আমি আবেদনময়ী হতে পছন্দ করি’

বিটিসি স্পোর্টস ডেস্ক: সাবেক মার্কিন গলফার পেইজ স্পির‍্যান্স। অধিকাংশ সময়ই খোলামেলা পোশাকে নিজেকে উপস্থাপন করেন তিনি। যা নিয়ে তীব্র সমালোচনাও শুনতে হয় সাবেক মার্কিন এই গলফারকে। গলফের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় স্পির‍্যান্স।
ইনস্টাগ্রামে স্পির‍্যান্সের অনুসারীর সংখ্যা ৩ দশমিক ৮ মিলিয়ন। সেখানে রকম বাহারি পোশাকে আবেদনময়ী ছবি পোস্ট করেন তিনি। সম্প্রতি কে অ্যাডামসের ‘আপ এন্ড অ্যাডামস শো’তে এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন এই গলফার জানিয়েছেন, যখন তিনি বেশি আত্মবিশ্বাসী হন তখনই নিজেকে আবেদনময়ী পোশাকে মেলে ধরেন।
স্পির‍্যান্স বলেন, ‘আমি যেভাবে স্বাচ্ছন্দ্যবোধ সেভাবে পোশাক পরি। আমি আবেদনময়ী হতে পছন্দ করি। যখন নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয় তখন আবেদনময়ী হয়। এটা আমার শরীর, আমার পছন্দ এবং আমি কোন পোশাক পরবো তা আমিই নির্ধারণ করি।’
সাবেক মার্কিন এই গলফার আরও বলেন, ‘আপনি খেলার ঐতিহ্যকে সম্মান করতে এবং বজায় রাখতে পারেন। তবে সেটি পোশাকের জন্য হবে না। আমি শুধু আমার ব্যক্তিগত গল্প শেয়ার করার চেষ্টা করছি এবং নিজের কাছে খাঁটি হতে চাই।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.