“আমার স্বপ্নের রজতজয়ন্তী কবিতা” নোয়াখালীর সৈকত কলেজ

নোয়াখালী প্রতিনিধি: স্কুল জীবনে পেরিয়ে কলেজে হইলাম ভর্তি, কলেজ সদয় আচরণ করলো আমাদের প্রত্যেকের প্রতি। নবীন বরণের মধ্য দিয়ে শুরু আমাদের এই কলেজ, সকল গুনে গুনান্বিত ছিল আমার সৈকত সরকারী কলেজ।
মায়ের মত করে লালন শিখায় সুন্দর ভাষা, কলেজ পেরিয়ে সুন্দর দেশ গড়বো এই মোদের আশা। এই ভাবনাই চলে কলেজ জীবন, মনে হয় শিক্ষক কিংবা ছাত্র তারাই কোন স্বজন।
কলেজে শিক্ষার বেশে কিছু সময়ের জন্য আসে কিছু মেহমান, সময় ফুরালে জীবিকার টানে হয় তারা আবার উদয়মান। মায়ার টানে সময়ের সাথে কলেজ দেয় আবার ডাক, মুখ ফুটিয়ে বলতে পারেনা না থাকায় শক্তি বাক।
দেখাতে চাই আনন্দ দিতে চাই পূর্বে যারা অতিথি ছিল, বুঝাতে চাই শিক্ষা নিয়ে অতিথিরা কে, কি বা হলো। বর্তমানকে বুঝাতে চাই তোমরা হও তাদের মত, যারা দেশের জন্য জাতির জন্য খাটে এতো।
আনন্দময়ী পরিচয়ের মধ্য দিয়ে মেতে উঠে এই দিন, যেদিন কে ঘিরে হাজারো স্বপ্ন ফুটে রঙ্গিন। তাই আজ কলেজ আমাদের কিছু আনন্দ দেয় তার সময় হারে, পালন করি আজ শুভ রজতজয়ন্তী প্রত্যেকের তরে।
লেখকঃ- নাম: ওমর ফারুক।
শ্রেণি:- একাদশ, রোল নং :- ৫৪০,
বিভাগ:- মানবিক, শিক্ষাবর্ষ ২০১৯-২০খ্রি।
সৈকত সরকারি কলেজ, চরবাটা, সুবর্ণচর, নোয়াখালী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.