আমার কোনও গডফাদার নেই : নেহা পেন্দস

বিটিসি নিউজ ডেস্কফিল্ম ইন্ডাস্ট্রি ও কাস্টিং কাউচদের সম্পর্কের ঘোরঘট্ট কম দিনের নয়। বিগ বস খ্যাত নেহা পেন্দসে এবার তাদের বিরুদ্ধে বোমা ফাটালেন।

নেহা এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে জানান, কাস্টিংকাউচরা তাকে নানা সময়ে আপোস করতে বলেছেন। কিন্তু তিনি রাজি হননি। যারা রাজি হয়েছেন, তারা আজ সাফল্যের চূড়ায়। পরে নেহা বলেন, আমার কোনও গডফাদার নেই। তার মতে, সাফল্য পুরোটাই শ্রম দ্বারা অর্জিত।

নেহার বয়েস এখন ৩৪। তিনি এখনও সিঙ্গেল। এ কথা ‘বিগ বস সিজন-১২’ এ এসে তিনি প্রথম ফাঁস করেন।

শিশু অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেন নেহা ১৯৯০ সালে দূরদর্শনে। সম্প্রতি তার ‘মে আই কাম ইন’ টিভি ধারাবাহিকটি জনপ্রিয় হয়েছে। বিগ বস সিজন-১২ এ নেহার পোল ডান্স মাতিয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়া।

‘দেবদাস’(২০০২) ছবিতে নেহার অভিনয় অনেকের নজর কেড়েছিল।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.