আমার কোনও গডফাদার নেই : নেহা পেন্দস
বিটিসি নিউজ ডেস্ক: ফিল্ম ইন্ডাস্ট্রি ও কাস্টিং কাউচদের সম্পর্কের ঘোরঘট্ট কম দিনের নয়। বিগ বস খ্যাত নেহা পেন্দসে এবার তাদের বিরুদ্ধে বোমা ফাটালেন।
নেহার বয়েস এখন ৩৪। তিনি এখনও সিঙ্গেল। এ কথা ‘বিগ বস সিজন-১২’ এ এসে তিনি প্রথম ফাঁস করেন।
শিশু অভিনেতা হিসেবে যাত্রা শুরু করেন নেহা ১৯৯০ সালে দূরদর্শনে। সম্প্রতি তার ‘মে আই কাম ইন’ টিভি ধারাবাহিকটি জনপ্রিয় হয়েছে। বিগ বস সিজন-১২ এ নেহার পোল ডান্স মাতিয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়া।
‘দেবদাস’(২০০২) ছবিতে নেহার অভিনয় অনেকের নজর কেড়েছিল।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.