বিটিসি বিনোদন ডেস্ক: শবনম বুবলী শুটিং করছেন কক্সবাজারে গানের নাম ‘একটু প্রেম দরকার’ এমন একটি সংবাদ ছড়ায় বিভিন্ন গণমাধ্যমে। শবনম বুবলী বলেন, আমাকে নিয়ে কেন বারবার বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হয়? এতে করে আমি নিজে খুবই বিরক্ত। মানুষও বিভ্রান্ত হয়। সত্য মিথ্যে যাচাই-বাছাই করে খবর তৈরি করা উচিত।
তিনি বলেন, একটু প্রেম দরকার’ দুই গানের শুটিং আগেই থাইল্যান্ডে শেষ করেছেন। বাকি আছে কয়েকটি সিকোয়েন্স। নির্মাতা জানালে শিগগিরই বাকি সিকোয়েন্সগুলো কাজ শেষ করবেন।
তিনি বলেন, আমি কক্সবাজারে নই, ঢাকায় আছি। কিছুক্ষণ আগে জিম থেকে বের হলাম। ড্রাইভ করে বাসায় ফিরছি। অবসরে বাসায় বিভিন্ন সিনেমা দেখছি, পরিবারকে সময় দিচ্ছি।
এদিকে জানা যায়, ‘শাহেনশাহ’ ছবির গানের শুটিংয়ে শাকিব খানের সঙ্গে নুসরাত ফারিয়া এবং রোদেলা জান্নাত আছেন কক্সবাজারে। ওই ছবির নায়িকা বুবলী নন। অন্যদিকে ‘একটু প্রেম দরকার’ ছবির আরেক দ্বিতীয় নায়িকা মৃদুলাও আছেন সেখানে। রোদেলার সাথে গানের শুটিং করে শাকিব খান এখন মৃদুলার সাথে শুটিং করছেন।
উল্লেখ্য, শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে জনপ্রিয়তা পাওয়া বুবলীর নতুন ছবি ‘ফাইটার’ এর শুটিং শুরু হবে শিগগিরই। সেজন্য নতুন মোড়কে হাজির হবে বলে দিনের বেশিরভাগ সময় শরীরচর্চায় ব্যয় করছেন তিনি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.