আমলাদের উপর নির্ভর না করে জনগণের উপর নির্ভরশীল হতে হবে : মেনন

উজিরপুর প্রতিনিধি: বর্তমান সংকট মোকাবিলায় আমলা নয়, জনগণের উপর নির্ভরশীল হতে হবে। হাজার কোটি টাকার ঋণ খেলাপীদের গ্রেপ্তার দুরে থাক, তাদের বিরুদ্ধে মামলা হয়না অথচ মাত্র পঁচিশ হাজার টাকা ঋণ ফেরত না দেয়ায় পাবনার ১২ জন কৃষককে জেলে পাঠানো হয়েছিলো আমলাতান্ত্রিক প্রক্রিয়ায়।
২৮ নভেম্বর সোমবার বিকাল ৪টায় বরিশালের উজিরপুরে বি,এন,খান ডিগ্রি কলেজ মাঠে উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত কর্মীসভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন একথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী উৎপাদন বাড়াতে এই কৃষকদেরই আহবান জানাচ্ছেন। অথচ তাদের উপর চলে ঋণের বোঝা। উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি কমরেড নজরুল হক নীলু, সাধারণ সম্পাদক কমরেড শেখ মোঃ টিপু সুলতান, জেলা কমিটির সদস্য কমরেড টি,এম শাজাহান, মোজাম্মেল হক ফিরোজ, জহুরুল ইসলাম টুটুল, এইচ এম হারুন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীমা রানী শীল, উপজেলা যুব মৈত্রী সভাপতি জাহিদ হোসেন খান ফারুক প্রমুখ। সভা পরিচালনা করেন কমরেড রফিকুল ইসলাম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর প্রতিনিধি আঃ রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.