আমরা সবাই পেসারদের দ্বারা অনুপ্রাণিত : হেরাথ

বিটিসি স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর চলতি মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের মাধ্যমে থামে টাইগারদের টানা ৭ সিরিজ জয়ের দৌড়। তবে আবার ওয়ানডে ফরম্যাটে জয়ে ফিরেছে বাংলাদেশ দল। গত শনিবার সিলেটে রেকর্ড রান করার পর রেকর্ড ব্যবধানে জয়ে ১-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ দল। আজ আইরিশদের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে দুপুর ২টায় মাঠে নামবে তামিম-সাকিবরা।
এদিকে, গত শনিবার ম্যাচ শেষে জানানো হয়েছিলো রোববার কেউই আসবেন না অনুশীলনে। তবে বাংলাদেশ দলের হয়ে এরপরও অনুশীলনে হাজির হন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গতকাল সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো সিলেটে, তবে আটকে থাকেননি তিনি। টিম হোটেল থেকে সকাল ১০টার দিকে মাঠে আসেন তিনি। এরপর প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেছেন তামিম, তার তত্ত্বাবধানে ছিলেন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও। এছাড়া তাদের সঙ্গে আরো ছিলেন ম্যানেজার নাফিস ইকবাল, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও কয়েক জন নেট বোলার।
তামিমের অনুশীলন শেষ হলে সিলেটে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। এসময় তিনি জানান, ‘আমরা সবাই পেসারদের দ্বারা অনুপ্রাণিত। এছাড়া নিজের স্বদেশি কোচ হাথুরুকে নিয়েও জানান নিজের অভিমত।
রোববার সংবাদ সম্মেলনে হেরাথ পেসারদের থেকে অনুপ্রাণিত হওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমরা সবাই পেসারদের দ্বারা অনুপ্রাণিত। আমাদের এখন ভালো পেস বোলিং অ্যাটাক আছে। সামগ্রিকভাবে, আমাদের ভালো ব্যাটিং, পেস বোলিং এবং স্পিন আক্রমণ রয়েছে। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কম্বিনেশন।’
এসময় ব্যাটারদের প্রশংসা করে হেরাথ বলেন, ‘আমি মনে করি, দলের সব সদস্যের অসাধারণ প্রচেষ্টা। বিশেষ করে তৌহিদ ও সাকিব, তারপর রয়েছে মুশফিক ও ইয়াসির। গতম্যাচে তাদের আগ্রাসী খেলার ভঙ্গি ছিল চমৎকার। আমরা এই মুহূর্তে আমাদের ক্রিকেটের একটি ব্র্যান্ড দেখাচ্ছি। আশা করি, আগামীকালও (আজ) আমরা একই কাজ করব।’
এদিকে, দ্বিতীয় দফায় এসে অল্প কয়েক দিনেই হাথুরু দলের ওপর ছড়ি ঘুড়ানো নজর কেড়েছে হেরাথের। স্বদেশির প্রসঙ্গে সংবাদ সম্মেলনে টাইগার স্পিন কোচ বলেন, ‘হাথুরুসিংহে আগেও এখানে ছিল। তার কোচিং সামর্থ্য ও যেভাবে সে দলকে ম্যানেজ করে, নিজের অভিজ্ঞতা প্রয়োগ করে, চমৎকার। সে দলের ক্রিকেটার ও কোচদের অনেক ইনপুট দেয়।’
আজ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। গতকাল সংবাদ সম্মেলনে এই ম্যাচের জন্য ব্যাটার ও বোলারদের তৈরি থাকার পরামর্শ দিয়েছেন হেরাথ। তিনি বলেন, ‘আমরা জানি না, কী ধরনের উইকেট পাব। যে কোনো উইকেটের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এটা বোলার ও ব্যাটার সবার ক্ষেত্রেই প্রযোজ্য।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.