BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আমরা গণভোট চাই না, আমরা চাই আপনাদের ভোট – সচিব ও সংসদ সদস্য মুশফিকুর রহমান

আমরা গণভোট চাই না, আমরা চাই আপনাদের ভোট – সচিব ও সংসদ সদস্য মুশফিকুর রহমান

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আমরা গণভোট চাই না, আমরা চাই আপনাদের ভোট। ১৬ বছর বিএনপি কিসের জন্য সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে। আমাদের এত লোক মারা গেছে, লক্ষ লক্ষ মামলা হয়েছে, হাজার হাজার লোক জেল খেটেছে। কিসের জন্য, ভোটের অধিকারের জন্য। আমরা সেই ভোট চাই, নির্বাচন চাই।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়ন বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের আয়োজনে চারগাছ এনআই ভূইয়া ডিগ্রী কলেজ মাঠে শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য লিফলেট বিতরণ ও বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি বলেছেন খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সচিব, বিশ্ব ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান।

তিনি আরো বলেছেন, রাজনীতি কোন ব্যবসার জায়গা নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এমপিরা রাজনীতিকে ব্যবসা হিসাবে নিয়েছিল। এ কারনেই তারা দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা যারা এই রাজনীতিকে ব্যবসায়ী হিসেবে নিবেন, আপনাদেরকেও একদিন দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল ও মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক নুরুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দল সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সদস্য খন্দকার বিল্লাল হোসেন, সদস্য মো. হানিফ। এ সময় কসবা ও আখাউড়া উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভার এক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া- ৪ ( কসবা- আখাউড়া) নির্বাচনী এলাকায় ৬ জন মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি মুশফিকুর রহমান, আখাউড়া বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দল সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার এক হয়ে মঞ্চে হাতে হাত রেখে দল যাকে মনোনয়ন দিবেন সবাই এক হযে তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বলেছেন অতীতে আওয়ামী লীগ করেছেন কিংবা বহিরাগত কাউকে মনোনয়ন দিলে এ এলাকার জনগন মেনে নেবেন না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ